মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডুড পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে ‘ট্রাম্প বেশি মাত্রায় পরামর্শ উপেক্ষা করেন’ বলে জানিয়েছেন জন ডুড।
তবে অন্যান্য প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্তকারী দলের প্রধান মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারকে সামলাতে জন ডুডের সামর্থ্য নিয়ে ট্রাম্প আস্থা হারিয়েছেন।
সম্প্রতি ট্রাম্প শুধু জনসম্মুখে মুলারের তদন্ত নিয়েই নয়, মুলারের নাম ধরেই সমালোচনা করা শুরু করেছেন।
ট্রাম্পের সাথে রাশিয়ার সম্ভাব্য যোগসূত্র তদন্ত করে দেখছেন মুলার। এ
এর পরিপ্রেক্ষিতে ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডুড তাকে যেসব পরামর্শ দিতেন, তার বেশিরভাগই উপেক্ষা করতেন ট্রাম্প।
No comments: