নিউজিল্যান্ডের বৃষ্টি হতাশায় ইংল্যান্ডের আশা
অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনে মাঠে গড়াতে পারল মাত্র ১৭টি বল। বৃষ্টির কারণে তিনদিনে খেলা হল মাত্র ১১৫.৪ ওভার। শনিবার তৃতীয় দিনের অবস্থা আরো করুণ। এদিন ২.৫ ওভার ব্যাট করতে পেরেছে নিউজিল্যান্ড। আর রান তুলেছে চারটি। তবে এর মধ্যেই লিডটা ১৭৫ হয়ে গেছে কিউইদের। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৫৮ রানে।
শনিবার ম্যাচ শুরু হয়েছিল অবশ্য নির্ধারিত সময়েই। কিন্তু নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে ২২৯ রান নিয়ে যখন তৃতীয় দিন শুরু করে, অকল্যান্ডের আকাশ তখন মেঘে ঢাকা। মাথার উপর কালো মেঘ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ক্রিকেটাররা।
২.৫ ওভার খেলা হতেই আবারও বৃষ্টির হানা। মিনিট পনেরো পরেই খেলার সমাপ্তি টানতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তৃতীয় দিনের এই ১৭ বলে কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৪ রান যোগ করেছেন হেনরি নিকোলাস ও বিজে ওয়াটলিং। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিকোলাস হাফসেঞ্চুরি পূর্ণ করে ৫২ রানে অপরাজিত থাকেন। ওয়াটলিং অপরাজিত ১৮ রানে।
ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়াতে ইতোমধ্যেই ১৭৫ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। এতে বড় অবদান কেন উইলিলয়াসনের। শুক্রবার নিউজিল্যান্ডের হয়ে রেকর্ডগড়া সেঞ্চুরি করেন উইলিয়ামসন (১০২)। নিউজিল্যান্ড অধিনায়কের এটি ১৮ নম্বর টেস্ট সেঞ্চুরি। নিউজি
টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে মোট খেলা সম্ভব হয়েছে ২৬ ওভার। সময় কমে আসাতে তাই ৩০০ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করতে পারে নিউজিল্যান্ড। এমনটা ঘটলে কিউইদের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠবারের মত হবে এই ঘটনা।
টেস্টের বাকি দুদিন আবহাওয়ার কিছুটা ভাল দিকে বলে ইঙ্গিত দিয়েছে অকল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। তবে গত দিনে যেভাবে ক্ষণে ক্ষণে রঙ পাল্টেছে আকাশ তাতে খুব বেশি আশা করতে পারছে না স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ডের বৃষ্টি হতাশায় আশার আলো দেখছে ইংল্যান্ড।
No comments: