ইতালিকে সহজেই হারাল আর্জেন্টিনা
ইতালিকে সহজেই হারাল আর্জেন্টিনা
ফিট নন বলে লিওনেল মেসি খেললেন না। তবে অধিনায়কের না থাকার ম্যাচেও ইতালিকে বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতির প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে সাম্পাওলির দল।
ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুক্রবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর এভার বানেগা ও ম্যানুয়েল লানজিনির সাফল্যে হাসি ফোটে আর্জেন্টিনার।
বাছাইপর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভাঙা ইতালি প্রথমবার মাঠে নেমেছিল সেই কান্নাজড়ানো সময়ের পর। এদিন প্রথম সুযোগটি তৈরি করেছিল তারাই। ম্যাচের নয় মিনিটে। কাজে লাগাতে পারেনি।
সেখানে আর্জেন্টিনার প্রথম সুযোগটি আসে ১৬তম মিনিটে। হিগুয়েনের সেই প্রচেষ্টাও আলোর মুখ দেখেনি। খানিক পরে কর্নার থেকে আসা বলে ফেদেরিকো ফাসিওর হেড বুফন দেয়ালে আটকে যায়।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ইতালির ইনসিনিয়ে সুযোগ নষ্ট করেন। ৫৮ মিনিটে আর্জেন্টিনাকে বাঁচান গোলরক্ষক। ৬০ মিনিটে মার্কো ভেরাত্তির চেষ্টাও গোলরক্ষকের কাছেই পরাস্ত হয়।
অবশেষে ম্যাচের ৭৬ মিনিটে গোল পায় আর্জেন্টিনা। বানেগা জাল খুঁজে নেন ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে। আর ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লানজিনি। বলের যোগান দেন হিগুয়েন।
Tag: games
No comments: