১৯২ রানের লিড নিয়ে চা-বিরতিতে শ্রীলংকা
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ১৯২ রানের লিড নিয়ে চা-বিরতিতে গেল সফরকারী শ্রীলংকা। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ৭০৫ রান তুলে চতুর্থ দিনের চা-বিরতিতে গেল লংকানরা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ফলে ৩ উইকেট হাতে রেখে ১৯২ রানে লিড শ্রীলংকার।
ওপেনার কুশল মেন্ডিসের ১৯৬ ও ধনানঞ্জয়া ডি সিলভার ১৭৩ রানের পর রোশন সিলভার অপরাজিত ৮৭ রানের সুবাদে ১৩৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫০৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো শ্রীলংকা। তাই তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে মাত্র ৯ রানে পিছিয়ে ছিলো লংকানরা।
ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি তুলে নেন রোশন। এরপর ব্যক্তিগত ১০৯ রানে থেমে যান তিনি। তার উইকেটটি নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
এরপর অধিনায়ক দিনেশ চান্ডিমাল ৮৭, উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা ৬২, দিলরুয়ান পেরেরা ৩২ রান করে আউট হন। রঙ্গনা হেরাথ ১৮ ও সুরাঙ্গা লাকমল ৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ ৩টি, তাইজুল ইসলাম ২টি ও মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।
No comments: