চলমান এসএসসি পরীক্ষায় প্রায় সবক'টি বিষয়ের প্রশ্ন ফাঁসের গুঞ্জনের মধ্যেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন- ইন্টারনেট বা ফেসবুক নয়, মানুষই প্রশ্ন ফাঁস করছে।
বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড পরিবহনে সমঝোতা স্মারক সইয়ের পর- সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময়, প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনেরও প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়াটার মধ্যে একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা আছে। এটা খুবই দূরহ একটা কাজ। না ফেসবুক, না ইন্টারনেট, না হোয়াটসঅ্যাপ- প্রশ্ন ফাঁস করে। প্রশ্নফাঁস হয় মানুষের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘মানুষের মাধ্যমে যখন প্রশ্নফাঁস হয়, আমাদের ইন্টারনেটের উপরে দায়টা আসে, যে পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়, যে পদ্ধতিতে প্রশ্ন তৈরি হয়, এবং যে পদ্ধতিতে আমরা আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ণ করার চেষ্টা করি, আমার মনে হয়, এটা নতুন করে ভাবার সময় হয়েছে। আমাদের আসলে শতশত বছরের প্রাচীন পদ্ধতি ডিজিটাল যুগে অচল হয়ে গেছে।’
No comments: