প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টঙ্গাকে তছনছ বাড়িঘর সহ ধূলিসাৎ হয়ে যায় টঙ্গার পার্লামেন্টও
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টঙ্গাকে তছনছ করার পর শক্তি বাড়িয়ে মঙ্গলবার আরেক ফিজি দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড় গীতা। ফিজির প্রধানমন্ত্রী নির্দেশে ইতিমধ্যেই ফিজির রাজধানী সুভা সহ বিভিন্ন জায়গা থেকে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে টঙ্গায় আছড়ে পড়ে ক্যাটাগরি ফোর ঘূর্ণিঝড় গীতা। গাছপালা, বিদ্যুতের খুঁটি, বাড়িঘর সহ ধূলিসাৎ হয়ে যায় টঙ্গার পার্লামেন্টও। রাজধানী নুকুআলোফাতেই প্রায় ৪০ শতাংশ বাড়ি গুঁড়িয়ে গিয়েছে।
কমপক্ষে ৫,৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। মঙ্গলবার সকাল থেকে দ্বীপে জরুরি অবস্থা জারি করেন কার্যকরী প্রধানমন্ত্রী সেমিসি সিকা। চলছে দুর্গতদের উদ্ধারকাজ, ত্রাণ বিলি এবং সাফাই। এদিন সকালেও ঝোড়ো হাওয়ার সঙ্গে চলে বৃষ্টি। ফলে উদ্ধারে সমস্যায় পড়েন উদ্ধারীকারীরা। টঙ্গার অভ্যন্তরীণ মন্ত্রক সব স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্গতদের উদ্ধারে সাহায্য করতে। সাহায্য নেওয়া হয়েছে সেনারও। মঙ্গলবারই টঙ্গার প্রতিবেশী রাষ্ট্র নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থ সাহায্য এবং ত্রাণ পাঠানো হয়েছে ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপে।
No comments: