ছবিতে আপনারা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দেখতে পাচ্ছেন। দীপিকার এই ছবি নিয়ে জোর আলোচনা হচ্ছে।
বর্তমানে চারদিকে ছেয়ে রয়েছেন দীপিকা। 'রানী পদ্মাবতী'-র ভূমিকায় তাঁর অভিনয় দারুন প্রশংসীত হচ্ছে। ছবিটি দারুন ব্যবসাও করছে। এর মধ্যেই দীপিকার বেশ কিছু হট ছবি প্রকাশ্যে এল। সেখানে অভিনেত্রীকে অত্যন্ত সাহসী পোজ দিতে দেখা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -
দীপিকা এই ফটোশ্যুট করিয়েছেন ভোগ ম্যাগাজিনের জন্য। এই ম্যাগাজিনের ফেব্রুয়ারি ইস্যুতে দীপিকাকে কভার পেজে দেখা যাবে। ভোগ সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।
ম্যাগাজিনের ফেব্রুয়ারি সংখ্যার নাম হল 'হ্যাপি ইস্যু'। অর্থাৎ, সেই কথা যা আপনার মুখে হাসি ফোটাবে। সেখানে দীপিকা এমন কিছু বিষয়ে কথা বলবেন, যা তাঁর অনুরাগীদের কাছে এখনও পর্যন্ত অজানা। পাশাপাশি, বিষণ্ণতা নিয়েও মুখ খুলবেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -
দীপিকার এই ছবি সবচেয়ে প্রশংসীত হয়েছে। উজ্জ্বল লাল পোশাকে এখানে তাঁকে একেবারে রেড হট দেখাচ্ছে। দেখা যাচ্ছে, দীপিকা লাল ও কালো রঙের পোশাক পরেছেন। এরসঙ্গে লাল রঙের জুতোয় তাঁকে দারুন দেখাচ্ছে। এই ফটোশ্যুটের জন্য দীপিকা বেছে নেন বিখ্যাত স্টাইলিস্ট অনিতা শ্রফ আদয়ানিয়াকে।
এই ছবি শেয়ার করতে গিয়ে দীপিকা লেখেন, 'দ্য হ্যাপিনেস প্রোজেক্ট'-এর জন্য এর চেয়ে ভাল সময় আর হতেই পারে না। এর সঙ্গেই তিনি ভোগ ইন্ডিয়াকে ধন্যবাদও জানান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -
এখানে বলে রাখা দরকার, দীপিকা অভিনীত 'পদ্মাবত' ছবি নিয়ে এখনও বিতর্ক চলছেই। চার রাজ্যে ছবি মুক্তিই পায়নি।
তা সত্ত্বেও ছবিটি দারুণ পছন্দ করেছেন দর্শকরা। মুক্তির প্রথম পাঁচ দিনেই ছবিটি দেশে ১২৯ কোটি টাকা কামিয়ে ফেলেছে।
ছবিটি প্রতিদিনই রেকর্ড তৈরি করছে। ফল, স্বাভাবিকভাবেই দারুন খুশি দীপিকা। আর এসবের মধ্যে ম্যাগাজিনের হ্যাপি ইস্যু তাঁর আনন্দকে চারগুণ বাড়িয়ে দিয়েছে।
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
No comments: