গ্রেফতার হলেন দেশের প্রধান বিচারপতি এবং এক বিচারপতি৷ জরুরি অবস্থা জারির পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে মালদ্বীপে৷
মালদ্বীপে পনেরো দিনের জন্য জরুরি অবস্থা জারি হয়েছে৷ রাজনৈতিক জটিলতার কারণে গতকালই এই ঘোষণা করা হয় সরকারি তরফে৷ আর এই ঘোষণার এক ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট মাউমুন আব্দুল গায়ুম৷ এবার গ্রেফতার হলেন মালদ্বীপের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবদুল্লা সৈয়দ এবং আরও এক বিচারপতি আলি হামিদ৷
পুলিশ ট্যুইট করে গোটা বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ তারা জানিয়েছেন, তদন্তের খাতিরে গ্রেফতার করা হয়েছে তাদের৷ কিন্তু আবদুল্লা সৈয়দ এবং অপর বিচারপতি আলি হামিদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে এবং কি কি চার্জ রয়েছে তা সম্পর্কে বিস্তারিত তথ্য নেই পুলিশের কাছেও৷
-
মালদ্বীপের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদসহ কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেতাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়৷ কিন্তু মালদ্বীপ সরকার এই নির্দেশ অমান্য করে৷ যার জেরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে৷ আদেশ অমান্য করায় আদালত প্রেসিডেন্ট ইয়ামিনকে গ্রেফতারের নির্দেশ দেয়৷ তাই মালদ্বীপ সরকার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেয় সেই গ্রেফতারির আদেশ প্রতিহত করতে৷
অন্যদিকে, গ্রেফতার ৩০বছর ধরে মালদ্বীপে প্রেসিডেন্টের পদ সামলে আসা গায়ুম৷ সোমবার তাঁর বাড়ি থেকেই গায়ুমকে গ্রেফতার করেছে পুলিশ৷ গায়ুমের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর জামাইকেও৷ মালদ্বীপে জরুরি অবস্থা জারির এক ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছিলেন গায়ুম৷
No comments: