Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শুরুর আগেই বিতর্কে কমনওয়েলথ গেমস





   শুরুর আগেই বিতর্কে কমনওয়েলথ গেমস



গোল্ড কোস্ট: শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি৷ তবে ঢাকে কাঠি পড়ার আগেই বিকর্কে জড়িয়ে পড়ল কমনওয়েলথ গেমস৷ টিকিট বিভ্রাটে মুখ পুড়ল আয়োজকদের৷

আরও পড়ুন: বিরাটদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু নাইটদের

কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট৷ তাতেই কিনা দিনক্ষণ ভুল! গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রথম দফার ১৪ হাজার টিকিট বিক্রির জন্য ছাড়ে আয়োজক অস্ট্রেলিয়ান অলিম্পিক সংস্থা৷ মুহূর্তে তা বিক্রিও হয়ে যায়৷ তবে টিকিটের উপর ছাপা দিনক্ষণের ত্রুটি নজর এড়িয়ে যায় সকলের৷


উদ্বোধনী অনুষ্ঠানের জন্য টিকিটের উপর উল্লিখিত দিল লেখা ছিল ৪ এপ্রিল, বৃহস্পতিবার৷ আসলে গেমস শুরু হবে ৪ এপ্রিল, বুধবার৷ তারিখ অভিন্ন থাকেলও বার ভুল লেখা রয়েছে৷ আয়োজকদের তরফে এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য হতাশা প্রকাশ করা হয়েছে৷ গেমসের প্রধান মার্ক পিটার জানান, ‘এটা অত্যন্ত হতাশাজনক যে, যখন টিকিট সরবরাহকারী সংস্থা যখন আমাদের ভুলের কথা জানায়, ততক্ষণে টিকিট উৎসুক অনুরাগীদের হাতে পৌঁছে গিয়েছে৷’

আরও পড়ুন: শীঘ্রই বাবা হতে চলেছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার

যদিও ভুল শুধরে নেওয়ার কোনও সদিচ্ছা নেই আয়োজক কটিমির৷ বরং তাদের তরফে অনুরাগীদের কাছে অনুরোধ করা হয় এমন ভুল উপেক্ষা করার৷ এপ্রসঙ্গে পিটার বলেন, ‘দূর্ভাগ্যজনক বটে, তবে টিকিটের ভুল এমন কিছু গুরুতর নয়৷ তাই নতুন করে টিকিট ছাপানোর কোনও প্রয়োজন নেই৷ বরং ওই টিকিটেই নির্দিষ্ট দিনে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা৷’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply