Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পেরুর পুনোতে আকাশ থেকে নেমে আসছে একের পর এক আগুনের গোলা…





পেরুর পুনোতে আকাশ থেকে নেমে আসছে একের পর এক আগুনের গোলা…


লিমা: বৃষ্টি নয়৷ আকাশ থেকে নেমে আসছে একের পর এক অদ্ভুত বস্তু৷ আগুনে ঝলসানো সেই বস্তু৷ যা দেখে আতঙ্কিত গ্রামবাসী৷ কৃষিজমির উপর নেমে আসছে এই আগুনের গোলা৷ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং চাষীরা৷

ঘটনাটি ঘটেছে পেরুর পুনোতে৷ লারাকাহুয়ানি উপজাতির বাস এই এলাকায়৷ চাষবাসই এই উপজাতির একমাত্র আয়ের উৎস্য৷ গত ২৭জানুয়ারি এমনই অদ্ভুত একটি ঘটনা ঘটে৷ আকাশ থেকে প্রায় তিনটি আগুনের গোলা এসে পরে পুনোর চাষের জমিতে৷ এরফলে চাষের জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যাচ্ছে৷


সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি৷ পুনোর তিঙ্গো মারিয়া এবং পুকাল্লাপা এই দুই শহরের কৃষিজমিতেই এই ঘটনাটি ঘটেছে৷ এই দুই শহরের দূরত্ব একে অপরের থেকে মাত্র ১১৫মাইল৷

এই তিনটি বস্তু আদতে কি? সেটি পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পেরুর বায়ুসেনার কর্মীরা৷ তারা জানিয়েছেন, এই তিনটি বস্তু আদতে ফুয়েল ট্যাঙ্ক SL-23 rocketর৷ তবে, এটি কোনও আন্তর্জাতিক বিমানের ধ্বংসাবশেষ নয়৷ কারণ সেই মুহূর্তে ওই এলাকার উপর দিয়ে কোনও আন্তর্জাতিক বিমান যাতায়াত করেনি৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply