আলোচনা করা হয়েছে।পিপুল অগ্নি দীপ্তিকারক, বৃযায়।পিপুল সুগন্ধিযুক্ত লতানো গাছ, মাটিতে বেয়ে বড় হয়। কখনো অন্য গাছে বেয়ে ওঠে। লতার প্রতি পর্বসন্ধি বা গিট node থেকে একটি করে পাতা একান্তভাবে গজায়। পাতা দেখতে অনেকটা পানের মতো। বোঁটা ছাড়া পাতা লম্বায় ৪-৬ সে.মি. এবং চওড়া ২-৪ সে.মি.। পাতার উপরিভাগ ঘন সবুজ এবং নিচের দিকটা হালকা সবুজ।সময়ের হাত ধরে সব কিছুই বদলে যায় । আজ যা আধুনিক, কালের বিচারে তা সেকেলে পুরনো। বিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় মানুষের জীবন যাপন। প্রযুক্তির অগ্রগতির
সঙ্গে সঙ্গে সভ্যতার বির্বতনের কারনে এক সময়ের উপকারী উদ্ভিদটি সময়ের পথ পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। অথচ অবহেলা অনাদরে নদীর তীরে বন জঙ্গলে মনুষ্য সমাজের উপকারী এমনি এক বন্ধু উদ্ভিদের নাম “পিপুল”।
No comments: