পরমাণু অস্ত্র ক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান: মার্কিন রিপোর্ট
ওয়াশিংটন: লক্ষ্য ভারতে প্রবল হামলা চালানো৷ সেই লক্ষ্যেই নিজেদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে পাকিস্তান৷ মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, কম দূরত্বে আঘাত করার মতো পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে পাকিস্তানেই৷
রিপোর্টে আরও বলা হয়েছে, এই সব ক্ষেপণাস্ত্রের মধ্য সামুদ্রিক ক্রুজ মিসাইল, ব্যালেস্টিক মিসাইল যেমন আছে তেমনই আছে আরও অত্যাধুনিক সমরাস্ত্র৷ শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রই নয়, ছায়া যুদ্ধ চালিয়ে যেতেও মরিয়া পাক সেনা৷
মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে, অধিকৃত কাশ্মীর বা পাক ভূখণ্ডের কোনও ঘাঁটি থেকে লাগাতার জঙ্গি অনুপ্রবেশ করাতে নতুন পরিকল্পনা নিচ্ছে আইএসআই৷ এই রিপোর্ট অনুসারে জম্মু-কাশ্মীর উপত্যকায় আরও বড় জঙ্গি হামলা হতে যাচ্ছে৷
-
শনিবার যেভাবে জম্মুর সাঞ্জুয়ানা আর্মি ক্যাম্পে হামলা হয়েছে তার থেকেও বড়সড় হামলার পরিকল্পনা করেছে আইএসআই৷ সাঞ্জুয়ানা ঘাঁটিতে হামলার পরই প্রশ্নের মুখে পড়েছে বিভিন্ন সেনা ক্যাম্পের সুরক্ষা৷ রিপোর্টে বলা হয়েছে, বিশেষ তথ্য সংগ্রহ করে পাক সামরিক গুপ্তচর সংস্থা চেষ্টা চালাচ্ছে ফের যে কোনও সেনা ঘাঁটিতে হামলার৷ মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, অদূর ভবিষ্যতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও উত্তপ্ত হবে৷
এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সাঞ্জুয়ানা আর্মি ক্যাম্পে হামলার কড়া জবাব পাবে পাকিস্তান৷ পরিস্থিতি তার পরেই আরও উত্তপ্ত হয়েছে৷ ইসলামাবাদ থেকে পাক প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তগির জানিয়েছেন, ভারতের যে কোনও পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত আছে পাক সেনা৷
এই পরিপ্রেক্ষিতে মার্কিন গোয়েন্দাদের ধারণা, এবার পাকিস্তানের তরফে ভারত ও আফগানিস্তানে আরও নাশকতার পরিকল্পনা নেওয়া হবে৷ বিশেষ করে আফগানিস্তানের দুর্বল পরিস্থিতি পাক মদতপুষ্ট জঙ্গিরা ব্যবহার করতে পারে৷
No comments: