তিনি সকাল সোয়া ন'টায় তার গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
তার গাড়ি বহরে থাকা বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসিকে বলেছেন হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করা ছাড়া সিলেটে খালেদা জিয়ার আর কোন কর্মসূচি নেই।
তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে গত দু'দশক ধরে বিএনপি আওয়ামী লীগ সহ কয়েকটি দলের প্রধান দের সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করার একটি চর্চা দেখা যাচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেট সফর করেছেন এবং সেখানে জনসভা করে সামনের নির্বাচনে তাঁর দলীয় প্রতীকে ভোট চেয়েছেন।
যদিও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা।
আরও পড়ুন কোন দেশের কত পরমাণু অস্ত্র আছে, কোথায় আছে?
কুলভূষণ র'-এর গুপ্তচর, বললো ভারতেরই পত্রিকা!
ক্যান্সারের সতর্ক সংকেত, যা উপেক্ষা করা উচিত নয়
নেতাকর্মীদের উপস্থিতিতে খালেদা জিয়া
মাঝে কয়েক মাসের মধ্যে কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচনও হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহেই জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও সিলেট সফরের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামার কথা জানিয়েছিলেন।
তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন খালেদা জিয়ার এ সফরের সাথে নির্বাচনী প্রচারের কোন সম্পর্ক নেই।
মিস্টার চৌধুরী অবশ্য বলছেন সড়ক পথে যাওয়ার সময় দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে যারাই সমবেত হওয়ার চেষ্টা করেছেন তাদেরকেই পুলিশ বাধা দিয়েছে ও লাঠিপেটা করেছে।
নরসিংদীর বেলানগরে 'পুলিশী প্রহরায় একদল ব্যক্তি' খালেদা জিয়ার গাড়ি বহরকে উদ্দেশ্য করে 'জুতা প্রদর্শন করেছে' বলে অভিযোগ করেন মিস্টার চৌধুরী।
তবে খালেদা জিয়ার গাড়িবহরের সাথে থাকা ঢাকার সাংবাদিক মঈন উদ্দিন খান বলছেন বেলানগর এলাকায় জেলা কারাগারের সামনে শতাধিক ব্যক্তিকে তারা জুতা প্রদর্শন ও খালেদা জিয়া বিরোধী শ্লোগান দিতে দেখেছেন।
মিস্টার খান বলছে সাধারণত সড়কপথে এ ধরনের সফরের সময় রাস্তার দু পাশে দলীয় নেতাকর্মীরা সমবেত হলেও এবার তা খুব একটা দেখা যাচ্ছেনা বরং পুরো পথ জুড়েই কড়া নিরাপত্তা ও পুলিশের অবস্থান তাদের চোখে পড়ছে।
কয়েকটি স্থানে দলীয় নেত্রীকে স্বাগত জানান দলীয় কর্মীরা
আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন কর্মীরা যেখানেই সমবেত হওয়ার চেষ্টা করছে সেখানেই পুলিশ বাধা দিচ্ছে।
তার মতে, "রাস্তায় যেমন কড়া অবস্থান আছে পুলিশের তেমনি বহরের সাথেও বিভিন্ন সংস্থার গাড়ি রয়েছে"।
ওদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সমবেত হওয়ার সময় বিএনপি নেতা আইনজীবী সানাউল্লা মিয়াসহ বেশ কয়েকজনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
এদিকে ৮ই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
খালেদা জিয়া সাধারণত তার গাড়িতে ভেতরে বসলেও আজকের গাড়ি বহরে তিনি তার গাড়িতে সামনে বসেছেন।
No comments: