রোহিঙ্গাদের গণহত্যা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান
মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ উসকে দিয়ে নৃশংস হত্যালীলা চালানোর ফলে ধর্মীয় সন্ত্রাস অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। জাকার্তায় এই মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান জায়েদ রাদ আল হুসেন। গত সপ্তাহেই মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। মায়ানমারের সরকারি সেনা কীভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যালীলা চালাচ্ছে, সে সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। গত আগস্ট থেকে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। এই প্রেক্ষিতেই মন্তব্যটি করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান। যদিও মায়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যার বিষয়টি অস্বীকার করেছে। আল হুসেন বলেছেন, ‘মায়ানমার এক গভীর সঙ্কটের মধ্যে রয়েছে। যা শুধুমাত্র মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রত্যক্ষ প্রভাব রয়েছে সমগ্র ওই অঞ্চলের নিরাপত্তার উপর।’
No comments: