গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির পারিজাত এলাকায় ঝুটের গুদামে আগুন
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির পারিজাত এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণেফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে আগুনে কোনো হতাহতের খবর এখনো জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির পারিজাত এলাকার কয়েকটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, ডিবিএলসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দমকলকর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
Tag: others
No comments: