নওগাঁয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
নওগাঁয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলযুক্তরাজ্যে বিএনপি সমর্থকদের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি অবমাননা, বাংলাদেশ দূতবাসে হামলা ও সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা।
রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ অঙ্গ ও সহযোগী নেতারা উপস্থিত ছিলেন।
No comments: