- Advertisement -
তাইপে: কম্পনের মাত্রা ৬.৪, সেই মাত্রায় প্রবল নাড়া খেয়ে গেল তাইওয়ান৷ মাটির কাঁপুনিতে দেশজুড়ে ক্ষয়ক্ষতির সংবাদ আসছে৷ বিশাল হোটেল ধসে পড়ার ছবিও আসছে৷ কম্পনের কেন্দ্র বন্দর শহর হুয়ালিয়ান৷ সেখানেই সর্বাধিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ জনগণ তীব্র আতঙ্কিত৷ আশঙ্কা অনেকের মৃত্যু হতে পারে৷
বিবিসি জানাচ্ছে, দেশটির বিভিন্ন স্থানে বাড়ি ধসে পড়েছে৷ রাজধানী তাইপে শহরেও লেগেছে ভূকম্পনের দোলা৷ জানা গিয়েছে, এই কম্পনের উৎস দেশটির পূর্ব উপকূল থেকে ২০ মাইল ভিতরে হুয়ালিয়ান শহর৷
ধসে পড়া হোটেলের মধ্যে আটকে পড়েছেন আবাসিকরা৷ তাদের উদ্ধারের জন্য নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ বিভিন্ন সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে হোটেলটি হেলে পড়ার মুহূর্ত৷ এদিকে কম্পন অনুভূত হতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি৷
- Advertisement -
মঙ্গলবার গভীর রাতের ভূকম্পন ফিরিয়ে দিয়েছে ১৯৯৯ সালের ভয়াবহ স্মৃতি৷ সেবার প্রবল কম্পনে ২৪০০ জনের মৃত্যু হয়েছিল৷
ভূমিকম্পের পর কী অবস্থা সেখানকার, দেখুন সেই ছবি- ধসে পড়া সেই হোটেলের দু দিকের পরিস্থিতি এরকমই৷
দুমড়ে মুচড়ে গিয়েছে রাস্তা, সড়ক৷ বিভিন্ন বাডির মধ্যে ধরেছে ফাটল…
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, হুয়ালিয়ান শহরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে তাইওয়ান সরকার৷ যত দ্রুত সম্ভব সেখানে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে৷ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের খবর, ধসে পড়া হোটেলের ভিতর কমপক্ষে ৩০ জন আটকে পড়ছেন৷ সেখানকার পরিস্থিতি কেমন ধরা পড়েছে সেই ছবি…
- Advertisement -