দামাস্কাস: সিরিয়ায় গুলি করে নামানো হল একটি রুশ যুদ্ধবিমান। বিমানের পাইলটকে হত্যা করেছে সিরিয় বিদ্রোহীরা। সিরিয়ার ইদলিবে বিদ্রোহীরা রাশিয়ার Su-25 যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামায়। প্রথমে পাইলটকে আটক করে। এরপর তাকে হত্যা করে বলে জানা গিয়েছে।
খবরে বলা হয়েছে, সিরিয় বিদ্রোহীদের একটি দল রাশিয়ার Su-25 যুদ্ধবিমানকে গুলি করে। বিমানে গুলি লাগার পর প্যারাসুট নিয়ে পাইলট নিচে নেমে আসলে তাকে বন্দি করা হয়। এরপর তাঁকে হত্যা করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে রুশ বিমানটি ধ্বংস করা হয়েছে। বিদ্রোহীদের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, আকাশ থেকে প্যারাসুটে করে চালক নেমে আসছে। এরপর বিমানের ভাঙা অংশ পড়ে আছে এবং চালককে ঘিরে রেখেছে বিদ্রোহীরা। তাদের দাবি, এই যুদ্ধবিমানটি সাধারণ নাগরিকদের হত্যা করছিল।
অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট বলেন, সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে, ”আমেরিকা বিদ্রোহীদের বিমান বিধ্বংসী অস্ত্র দিয়েছে। কিন্তু আমরা কখনোই সিরিয়ার বিদ্রোহীদের ম্যানপ্যাড মিসাইল দিইনি। কারণ আমরা খুব ভালভাবেই জানি এই ধরনের অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয়।” তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যত দ্রুত সম্ভব জেনেভা শান্তি আলোচনায় ফিরে যেতে হবে।
সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের সমর্থনে দীর্ঘদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে সাতজন সাধারণ নাগরিককে হত্যা করার অভিযোগও উঠেছে। শনিবার দেশটির সারাকেবেই রুশ বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে বলেও জানা যায়।
No comments: