টি-২০ সিরিজে আমরাই ফেভারিট: পেরেরা
টি-২০ সিরিজে ফেভারিট শ্রীলঙ্কাই। মিরপুরে অনুশীলন শেষে মঙ্গলবার এমনটাই বলেছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।
তিনি আরো বলেন, ত্রিদেশীয় সিরিজ ও টেস্টের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বাংলাদেশের।
অনুশীলনে কিছুটা নির্ভার ছিলো হাথুরুসিংহের দল। ত্রিদেশীয় ও টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লঙ্কানরা। তাই নিজেদেরই ফেভারিট মানছে তারা। যদিও হোম কন্ডিশনে যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ। যে দল ভুল যতো কম করবে, জয়ের সম্ভাবনা বেশি থাকবে তাদেরই। এমনটাই বলেছেন থিসারা পেরেরা।
পেরেরা বলেন, 'ত্রিদেশীয় সিরিজ এবং টেস্ট সিরিজ জয়ের পর দল দারুণ আত্মবিশ্বাসী। আমার মনে হয়, আসন্ন টি-২০ সিরিজে আমরাই এগিয়ে থাকবো। তবে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। যে দল ভুল যতটা কম করবে জয়ের সম্ভাবনা তাদেরই বেশি থাকবে।'
এর আগে মুখোমুখি ৭ দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে দু'বার জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে সবশেষ সিরিজেও জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের।
আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টি-২০তে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে।
No comments: