খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল ঢেলে ৮ জনকে পুড়িয়ে মারার এক মামলায় বেগম জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা। এতে বেগম জিয়ার মুক্তি বিলম্বিত হওয়ার আশঙ্কাও করছেন তারা। যদিও গ্রেফতার দেখানোর বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে এ মামলার সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় এবং বেগম জিয়া অন্য মামলায় কারাগারে থাকায় আইন অনুযায়ী নাশকতার মামলায় তামিল রিপোর্ট আদালতে দাখিল করবে পুলিশ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৪ দিন ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রায়ের প্রত্যায়িত কপি হাতে না পাওয়ায় সোমবারও জামিন আবেদন করতে পারেননি বেগম জিয়া।
এমন প্রেক্ষাপটে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ৫ মামলার মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে দাবি করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। তাদের দাবি, তার মুক্তি বিলম্বিত করতে সরকার এ কৌশল নিয়েছে।
যদিও অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়টি এখনো নিশ্চিত করেনি কুমিল্লা বা ঢাকার পুলিশ।
কুমিল্লা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, বেগম জিয়া দুদকের মামলায় জেলে থাকায়, নাশকতার মামলায় গ্রেফতার করার আদেশ তামিল হয়েছে বলে পুলিশকে এ মর্মে এখন আদালতে রিপোর্ট দিতে হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল ঢেলে ৮ জনকে হত্যার আলাদা তিন মামলায় গত ৯ অক্টোবর ও ২ জানুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় আগামী ২৫ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের দিন ধার্য রয়েছে।
No comments: