মানববন্ধন শেষে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে পুলিশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন শেষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টা ৮ মিনিটে বাসায় ফেরার পথে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার শামসুজ্জামান দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রফতার করা হয়েছে এবিষয়ে কিছু জানাননি।
দুদুকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে এভাবে গ্রেফতার সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক।
No comments: