বঙ্গবন্ধু এবং শহীদদের প্রতি সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের শ্রদ্ধা
সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট অ্যালেন বারসে আজ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধ নিবেদন করেন।
প্রেসিডেন্ট যাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত অন্যান্যের মধ্যে তার সঙ্গে ছিলেন।
ববি প্রেসিডেন্টকে যাদুঘরের ইতিহাস সম্পর্কে অবহিত করেন এবং তাকে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনীসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক কিছু বই উপহার দেন।
পরে বারসে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এই বাড়িতে বঙ্গবন্ধু তাঁর পরিবার নিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত বসবাস করেন।
এরআগে সুইস প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রেসিডেন্ট সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সুসজ্জিত একটি দল প্রেসিডেন্টকে গার্ড-অব অনার প্রদান করে। সেখানে তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
No comments: