ওয়েলিংটন, নিউজিল্যান্ড: বিধ্বংসী ঝড় আছড়ে পড়তে চলেছে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের টংগায়। প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপে খুব শীঘ্রই আছড়ে পড়বে সাইক্লোন ‘গিটা’। আর সেইজন্য ইতিমধ্যেই প্রবল বেগে হাওয়া বইতে শুরু করেছে ওই এলাকায়।
দ্বীপের বাসিন্দাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিধ্বংসী ঝড় বইতে শুরু করবে বলে জানা গিয়েছে। ওই এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইবে বলে আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে হবে প্রবল বৃষ্টি আর বজ্রপাত।
টংগার সেক্রেটারি জেনারেল সিওন টমোফোল জানান, দ্বীপের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নিয়েই সবথেকে বেশি উদ্বেগ। সেখানে থাকা বাড়ি-ঘরগুলি ওই হাওয়া সামাল দিতে পারবে কিনা, সেব্যাপারে নিশ্চিত নন তিনি। অন্তত ২০০ জন বাসিন্দাকে দ্বীপ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি। ক্রমশ শক্তিশালী হচ্ছে এই সাইক্লোন।
No comments: