স্যর, লাঠি ছাড়া একা হাঁটবেন না
বক্তৃতা শেষ করে নগরপাল রাজীব কুমারের পাশে গিয়ে সদ্য বসেছেন। তারপর কী মনে হল কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে গিয়ে বসলেন প্রবাদপ্রতীম প্রদীপ ব্যানার্জির ঠিক পাশে। বেশ কিছুক্ষণ কথা বললেন পি কে–র সঙ্গে। তার আগেই নিজের বক্তৃতায় যথেষ্ট সম্মানজ্ঞাপন করেছেন পি কে–কে। ‘এখানে এমন এক ব্যক্তিত্ব বসে রয়েছেন পি কে ব্যানার্জি স্যর, যাকে দেখে গোটা দেশের ক্রীড়াবিদরা অনুপ্রাণিত হয়ে থাকে। আমিও হই। ওনাকে একই মঞ্চে দেখে আমি গর্বিত।’
পি কে–ও উল্টে শচীনের কাছে দ্রোণাচার্য রমাকান্ত আচরেকরের শারীরিক–সমাচার জানতে চেয়েছেন? শচীন তাঁকে জানিয়েছেন, স্যর ঠিকঠাক রয়েছেন। বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। তবে বাড়িতে সবসময় দু’জন নার্স দেখাশোনা করে থাকেন আচরেকরকে। শচীন জানতে চেয়েছেন পি কে–কে কেউ বাড়িতে দেখাশোনা করেন কি না? জবাবে প্রদীপ ব্যানার্জি জানিয়েছেন, বাড়িতে তাঁকে সবসময়ই একজন দেখাশোনা করে থাকেন। সেদিক থেকে কোনও সমস্যা নেই। আলিপুর বডিগার্ড লাইনের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় শচীন পি কে–কে বলে গেছেন, ‘স্যর আপনাকেও সুস্থ থাকতে হবে। আপনার প্রয়োজন দেশের এখনও রয়েছে
No comments: