এবার অ্যাপের সাহায্যে খোঁজ মিলব মার্কিন সামরিক আস্তানার অবস্থান
ওয়াশিংটন: এবার অ্যাপের সাহায্যে খোঁজ মিলব মার্কিন সামরিক আস্তানার অবস্থান৷ ফিটনেস ট্র্যাকিং নামের এই অ্যাপটি আদতে শরীরচর্চার রেকর্ড রাখা ও এই তথ্য বিনিময়ের জন্য ব্যবহৃত হলেও সাম্প্রতিক এক ডেটা ভিজুয়ালাইজেশন ম্যাপের মাধ্যমে মার্কিন সামরিক আস্তানার সন্ধান দিতে শুরু করেছে৷ অ্যাপের মাধ্যমে গোপন ঘাঁটির সন্ধান প্রকাশ্যে আসতে মার্কিন মুলুকে হইচই ফেলে দিয়েছে৷
২০১৭ সালের নভেম্বর মাসে চালু হওয়া এই মানচিত্রে এখনও অবধি আপলোড করা প্রায় ৩ লক্ষেরও বেশি মানুষের তথ্য আছে৷ প্রায় ২৭ কোটি কিলোমিটার স্থান আছে এর আওতায়৷ দৌড়ানোর উপযোগী সমস্ত রাস্তা এবং প্রত্যন্ত অঞ্চলে অদ্ভুত শরীরচর্চা করছে এমন মানুষকেও খুঁজতে সক্ষম এই অ্যাপটি স্মার্টফোন এবং ফিটবিটের মতো ফিটনেস ট্র্যাকারে ব্যবহার করা সম্ভব৷ মোবাইল ফোনের জিপিএস-এর সাহায্য নিয়ে অ্যাপটি তথ্য সংগ্রহ করে৷ আর তাতেই দেখা দিয়েছে বিপত্তি৷
গত কয়েক সপ্তাহ ধরে দেখা গিয়েছে, কেবল এই সাধারণ ব্যাপারগুলিই নয়, একইসঙ্গে বিভিন্ন গোপন সামরিক কর্মকান্ডেরও অত্যন্ত সংবেদনশীল তথ্য প্রদান করছে অ্যাপটি নিজের হিটম্যাপের মাধ্যমে৷ ব্যাপারটি সর্বপ্রথম নজরে আসে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট ফর ইউনাইটেড কনফ্লিক্ট অ্যানালিস্টসের কর্মী নেথান রুসারের৷ পরিষ্কারভাবে সেখানে সামরিক কর্মকর্তাদের শরীরচর্চার উপরে ভিত্তি করে তাদের অবস্থান বোঝা যাচ্ছিল মানচিত্রে৷
ব্যাপারটি যে ভয়ঙ্কর সেটা বুঝতে বেশি সময় লাগেনি নেথানের৷ সামরিক আস্তানার অবস্থান অন্যভাবে বোঝা গেলেও, এর মধ্যে কোন রাস্তাটি সর্বোচ্চ সংখ্যকবার ব্যবহৃত হয়েছে কিংবা কোন রাস্তায় এখন সেনারা আছেন সেটা কেবল এই মানচিত্রের মাধ্যমেই বোঝা যায়৷ বর্তমানে প্রযুক্তি প্রতিটি দেশের পরবর্তী কর্মকান্ড পরিচালনায় প্রভাব রাখছে৷ ইউক্রেন কিংবা সিরিয়ায় রাশিয়ান সেনাদের খোঁজ পাওয়া গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা৷
No comments: