হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না ---খালেদা জিয়া
হামলা ও মামলার মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপিকে হামলা করে মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। আমাদের সম্পর্ক মাটি ও মানুষের সঙ্গে।
তিনি বলেন, জোর জবরদস্তি করে স্বার্থ আদায় হবে, কিন্তু ভোট পাওয়া যাবে না। তারা (আওয়ামী লীগ) বলে বেড়াচ্ছেন, ডিসেম্বরে নাকি নির্বাচন হবে। তারা প্রচারণায়ও নেমেছে। নৌকায় কি এতোই পচন লেগেছে, যে এতো আগে প্রচারণা শুরু করতে হবে?
আদালত থেকে ফেরার সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের সঙ্গে তার দলের নেতাকর্মীরা জড়িত নয় বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও ভাঙচুর করেনি। তবু তাদের নামে মামলা দেওয়া হয়েছে। ঘরে ঘরে গিয়ে আটক করা হচ্ছে।
শনিবার বেলা সোয়া ১১টায় বিমানবন্দর সড়কে হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা শুরু হয়েছে।
এতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়। এ মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। এ রায়কে সামনে রেখে নেতা-কর্মীদের আটক ও গ্রেফতার আতঙ্কের মধ্যেই নির্বাহী কমিটির সভা করছে বিএনপি।
দলের একটি সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি রায়ের আগে সংক্ষিপ্ত সফরে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যেতে পারেন খালেদা জিয়া।
No comments: