মেহেরপুরে গাংনী পৌর মেয়র আশরাফুল সাময়িক বরখাস্ত
মেহেরপুরে গাংনী পৌর মেয়র আশরাফুল সাময়িক বরখাস্ত
অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড হওয়ায় মেহেরপুরের গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলামকে সাময়িক বরখান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি গাংনী উপজেলা যুবলীগের আহবায়ক পদে দায়িত্বে রয়েছেন।
গত রবিবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত বরখাস্তের চিঠি মেহেরপুরের জেলা প্রশাসকের কাছে পৌছেছে। একই আদেশের অনুলিপি মেহেরপুর গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। ওই আদেশে প্যানেল মেয়র নবীর উদ্দীনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে আশরাফুল ইসলামের নিজ বাসভভনে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। পরে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। পরে অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দিয়ে আশরাফুল ইসলামকে থানায় সোপর্দ করে। ওই দিনই গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলায় মেয়র আশরাফুল ইসলাম হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মামলা তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামালার নথি ও সাক্ষিদের সাক্ষ্য প্রমান পর্যালোচনা করে গত ১৪ জানুয়ারি মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪ এর বিচারক মো: তাজুল ইসলাম পৌর মেয়র আশরাফুল ইসলামকে ১০ বছরের কারাদন্ডাদেশ দেন।
Tag: Zilla News
No comments: