নিরাপদ অভিবাসনে সবাইকে এক সাথে কাজ করতে হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, নিরাপদ ও টেকসই অভিবাসন সৃষ্টির লক্ষ্যে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটি নিরাপদ ও টেকসই অভিবাসন সৃষ্টির লক্ষ্যে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। বর্তমান সময়ে তৈরি পোষাক শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ খাত।’
নুরুল ইসলাম বিএসসি বলেন, তৈরি পোষাক দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই অভিবাসী গার্মেন্টস কর্মীরা নিরাপদে, মর্যাদা অক্ষুন্ন রেখে বিদেশ গমন করে এবং সম্মানের সাথে দেশে ফিরে আসবে, এই প্রচেষ্টা আমাদের সবার। আমাদের বিদেশ গমনেচ্ছুক গার্মেন্টস নারী কর্মীদের প্রশিক্ষণকালে তাদেরকে গন্তব্যদেশের কর্মপরিবেশ, বাসস্থান ও রীতি-নীতি সম্পর্কে আরও অধিক অবহিত করার প্রয়োজন রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, অভিবাসী কর্মী নারী কর্মীদের সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মীর অধিকার সুরক্ষা এবং কর্মী ও তার পরিবারের কল্যাণ সাধনের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে সরকার নানা ধরণের কার্যক্রম হাতে নিয়েছে। বিশেষ করে দক্ষ ও প্রশিক্ষিত নারী কর্মী প্রেরণে নানামূখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নারী কর্মীদের ভাষা শিক্ষা ও দক্ষতার প্রয়োজন রয়েছে। তাই আমরা বিদেশ গমনেচ্ছু নারী কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও দক্ষতার উপরে সর্বাধিক গুরুত্ব প্রদান করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সি আর আবরার’র সভাপতিত্বে আওয়াজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক নাজমা আক্তার, আইএলও ঢাকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এন্ড অফিসার ইনচার্জ গগন রাজভান্ডারী, আইএলও দিল্লির ডব্লিউআইএফ প্রজেক্টের লগর বসক প্রমুখ বক্তব্য রাখেন।
No comments: