পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহতচট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এসময় আরো তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়া কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)।
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ- পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গ্লোবালভিশন টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসাধীন তিনজন হলেন, মহিউদ্দিন, শামীম ও রেজাউল করিম।
No comments: