Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাবে না আমেরিকা’




  পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাবে না আমেরিকা’


ওয়াশিংটন: পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর কোনও পরিকল্পনা নেই আমেরিকার৷ পেন্টাগন শুক্রবার এক রিপোর্টে পাকিস্তান সংবাদের তোলা দাবিকে নস্যাৎ করেছে৷ তারা জানিয়েছে এখনও পর্যন্ত হোয়াইট হাউসের এরকম কোনও পরিকল্পনা নেই৷


সম্প্রতি বেশ কয়েকটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গিয়েছিল হাক্কানি নেটওয়ার্ক ও তালিবানদের স্বর্গরাজ্য হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করেছে ট্রাম্প সরকার৷ সেই অজুহাতেই তারা হামলা চালাতে পারে পাকিস্তানে৷ তবে সেই সব প্রতিবেদনকে খারিজ করে পেন্টাগন জানিয়েছে এমন কোনও আলোচনা বা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র করেনি৷


তার বদলে সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তানের সাহায্য চেয়েছে তারা৷ পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর জানিয়েছেন দক্ষিণ এশিয়ায় আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ অংশ৷ তাই কোনওভাবেই কোনও ভুল পদক্ষেপ ফেলতে চায় না আমেরিকা৷

তবে পেন্টাগন একথা বললেও, পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন-এ প্রকাশিত এক রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে৷ ডন জানাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হিসেবে দেখে আমেরিকা৷ সেদেশের মতে এই দুই দেশ সন্ত্রাসের আখড়া৷ মূলত এই দুই দেশের মাটি ব্যবহার করেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী কাজকর্ম হয়৷

সংবাদপত্রটি আরও জানিয়েছে, মার্কিন কংগ্রেসে পেশ হওয়া সন্ত্রাসবাদ নিয়ে একটি রিপোর্টে স্পষ্ট পাক প্রশাসনের মদতে সন্ত্রাস চলছে৷ সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তে পাক সরকারকে কার্যত কাঠগড়ায় তোলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আফগান তালিবান বা হাক্কানি জঙ্গিদের বিরদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান। যার ফলে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। পাক সেনা এবং গোয়েন্দাদেরা সঙ্গে একাধিক জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে। লস্কর, জইশের মতো সন্ত্রাসবাদী সংগঠন পাক ভূখণ্ড ব্যবহার করে দিব্যি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এমনকী লস্কর প্রধান হাফিজ সইদ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করে। রাষ্ট্রপুঞ্জ হাফিজকে বিপজ্জনক সন্ত্রাসবাদী ঘোষণার পরও, তার চলাফেরায় কেন নিয়ন্ত্রণ হয়নি তা নিয়ে রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে। এসবের প্রেক্ষিতেই তাই পাকিস্তান প্রশ্নে পেন্টাগন ও হোয়াইট হাউসের দুরকম ব্যাখ্যা কিছুটা হলেও ধন্দে আন্তর্জাতিক মহল৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply