মোঃআবু লায়েছ লাবলু//
জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের অভিষেক শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার রাত ৮ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অভিষেক শেষে ওই মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম। অনুষ্ঠানে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সেখানে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নূর আলম ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আরা মিমির পরিচালনায় সংগঠনের শিল্পিরা সেখানে কবিতা আবৃতি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। কবিতা আবৃত্তিতে অংশগ্রহন করেন সংগঠনের সহসভাপতি আবুল হাসেম, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, কবি বাশরী মোহন প্রমুখ। এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ গ্রহণ করেন অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আব্দুল মজিদ, সহকারি অধ্যাপক সাইদুর রহমান, সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।
No comments: