Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অনন্তমূলের ভেষজ গুণাবলি





 
   অনন্তমূলের ভেষজ গুণাবলি,Anontomuler Upokarita,অনন্তমূলের উপকারিতা,অনন্তমূল, অনন্তমূল একটি লতানো উদ্ভিদ, অন্য কোনো উদ্ভিদকে জড়িয়ে থাকে। মূল অনেক লম্বা হয় এবং মাটির অনেক গভীরে প্রবেশ করে। পাতা সরল, সরু, লম্বা, কালচে সবুজ। পাতার মাঝখানে সাদা দাগ থাকে। গাছের যে কোনো অংশ ছিড়লে সাদা কষ বের হয়।অনন্তমূলের পাতাসহ গাছের সব অংশই ব্যবহৃত হয়। খোস-পাঁচড়া, শরীর জ্বালাপোড়া, একজিমা, চুলকানিতে কার্যকর, রক্ত পরিষ্কারক।অনন্তমূলের পাতাসহ গাছের সব অংশই ব্যবহৃত হয়। খোস-পাঁচড়া, শরীর জ্বালাপোড়া, একজিমা, চুলকানিতে কার্যকর, রক্ত পরিষ্কারক।আসুন আমরা অনন্তমূল গাছের পুষ্টিগুণ, ব্যবহার, ক্রিয়া, প্রয়োগক্ষেত্র, লোকজ ব্যবহার ও ঔষধীগুণ নিয়ে আলোচনা করি।
ব্যবহার অংশঃ অন্ন্তমূল গাছের মূল, ছাল ও সমগ্র গাছের দুগ্ধবৎ কষ।
প্রয়োগ ক্ষেত্রঃ ইউনানী মতে, পুষ্টিহীনতা, অরুচি, পেট ফাঁপা, অতিসার, আমাশয়, উদারাময়, পুরানো কাশি, পুরোনো বাত, পক্ষাঘাত, মুত্রকৃচ্ছতা, পৈত্তিক মেহ চিকিৎসায় অনন্তমূল প্রয়োগ করা হয়।
পার্শ্বপ্রতিক্রিয়াঃ সচরাচর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তবুও তিক্ততার কারণে অধিক মাত্রায় সেবনে কোনো কোনো রোগীর ক্ষেত্রে বমনোদ্রেক হতে পারে।
ঔষধী ব্যবহারঃ আয়ুর্বেদ মতে, সারিবাদি সালসা, সারিবদ্যারিষ্ট, সারিবদ্যালেহ, সারিবাদি ক্বাথ।  

 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply