Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জেলাখানা আর গুলশানের বাসভবন এক নয়- ওবায়দুল কাদের





বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ এটিএম জাফর আলম স্মরণে নির্মিত তোরণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী এ সময় আরও বলেন, বিএনপিকে ভাঙ্গার জন্য অন্য কারো প্রয়োজন নেই, বিএনপিই যথেষ্ট।

শহীদ এটিএম জাফর আলম স্মরণে আরাকান সড়কের প্রথম কিলোমিটারে তোরণটি নির্মাণ করে কক্সবাজার সড়ক বিভাগ। ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হল তথা বর্তমানে জহরুল হক হলে পাকা-হানাদার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে গিয়ে শহীদ হন এটিএম জাফর আলম সিএসপি।

অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি, আশিক উল্যাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply