২ দিন পর উদ্ধার দক্ষিণ আফ্রিকার সোনার খনির ৯৫৫ জন শ্রমিক
ঝড়ে বিদ্যুৎ সংযোগ ভেঙে পড়ায় টানা দু’দিন সোনার খনিতেই আটকে ছিলেন ৯৫৫ জন শ্রমিক। অবশেষে শুক্রবার স্থানীয় সময় সকালে বিদ্যুৎ সংযোগ ঠিক হলে তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ওয়েলকমে সিবানে স্টিলওয়াটার বিয়াট্রিক্স সোনার খনিতে। কারও প্রাণহানি না ঘটলেও আটক শ্রমিকদের মধ্যে অনেকেই জলাভাব এবং রক্তচাপ সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার ঝড়ে ওয়েলকম অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। তার ফলে বিয়াট্রিক্স খনির তিনটি শ্যাফ্টেই বিদ্যুৎ চলে যায়। ওই শ্রমিকরা খনির প্রায় এক কিলোমিটার গভীরে আটকে পড়েন।
তাঁদের তুলে আনতে বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে কোম্পানি সাফাই দেয়, জেনারেটর থাকলেও তা খনি থেকে তুলে আনার যন্ত্রচালনায় সক্ষম নয়। সব শ্রমিকই চার কিলোমিটারের মতো ফাঁকা একটি শ্যাফ্টে আছেন। যদিও কোম্পানির এই সাফাইয়ে সন্তুষ্ট নয় দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিক সংগঠনগুলি। তাদের দাবি, এধরনের গাফিলতি কখনও মেনে নেওয়া যায় না। খনিগর্ভে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না হওয়া পর্যন্ত ওই খনি বন্ধ রাখতে হবে। সংগঠন আরও বলে, প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে, কিন্তু তা মোকাবিলায় বিকল্প ব্যবস্থা থাকাটা জরুরি। দক্ষিণ আফ্রিকার খনিমন্ত্রী মোজেবেঞ্জি জাওয়ান শুক্রবার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন কোম্পানি কর্তৃপক্ষের কাছে।
No comments: