মোঃআবু লায়েছ লাবলু//
মেহেরপুর সদর উপজেলার আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি: দুদিনব্যাপি মেহেরপুর সদর উপজেলার আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে রবিবার পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান। সভাপতিত্ব করেন আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিনুল ইসলাম টালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষত আবু লায়েছ লাবলু, টেংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলাম, ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবদ্দিন ও রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস পারভিন ও চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে আমদহ ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
মোঃআবু লায়েছ লাবলু
No comments: