হংকং কনভেনশন সেন্টার মাটি খুঁড়তেই বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা
ভিক্টোরিয়া সিটি: মাটি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল৷ আচমকাই বেরিয়ে এল বিস্ফোরক৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনা এলাকা থেকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বিস্ফোরক উদ্ধার হল৷ ওই এলাকাতেই চলছিল বিল্ডিং নির্মাণের কাজ৷ বিল্ডিং নির্মাণকারীরা মাটি খুঁড়তেই বেরিয়ে এল সেই বিস্ফোরক৷
গত বুধবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এই বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ হংকং কনভেনশন সেন্টার অ্যান্ড এক্সহিবিশনের কাছ থেকে উদ্ধার হয়েছে এই বিস্ফোরকটি৷ এই বিস্ফোরকটির ওজন প্রায় ৪৫০কিলোগ্রাম৷ নির্মাণকারীরা এই বিস্ফোরকটি পাওয়ার পরই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়৷ তারা এসে বোমাটি নিষ্ক্রিয় করে৷
জানা যাচ্ছে, প্রায় ২৪ঘন্টা ধরে অপারেশন চালিয়ে ওই বোমাটি নিষ্ক্রিয় করা হয়৷ এখন ওই এলাকাটি একেবারেই নিরাপদ৷ পুলিশ সূত্রে খবর, প্রায় ৪হাজার জনকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় দোকানপাট৷ ওই এলাকা থেকে যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছিল৷
বম্ব স্কোয়াডের কর্মীরা জানিয়েছেন, বোমটি বিপজ্জনক অবস্থায় ছিল৷ বোমা নিষ্ক্রিয়করণের অংশটিও একেবারে ক্ষতিগ্রস্থ অবস্থায় ছিল৷ যার জেরে বোমাটি নিষ্ক্রিয় করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে৷
No comments: