ওয়াশিংটন: রাশিয়ার মতো চিনও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও৷ তাঁর আশঙ্কা, পশ্চিমে চিন যেভাবে গোপনে প্রভাব বিস্তার করছে তাতে দেশটিকে নিয়ে রাশিয়ার মতো উদ্বিগ্ন হওয়ার কারণ তো আছেই, এমনকী রাশিয়ার তুলনায় চিন আরও বড় বিপদ হতে পারে৷
তিনি বলেন, চিন আমেরিকার বাণিজ্য তথ্য চুরি ও স্কুল ও হাসপাতালগুলিতে তাদের প্রভাব বাড়াচ্ছে৷ গোপন তৎপরতা চালাতে চিনের আরও বড় পরিকল্পনা রয়েছে৷ অর্থনীতির দিক থেকে রাশিয়া এবং চিনের কথা উল্লেখ করে পম্পেও বলেন, দুই দেশের অর্থনীতির সমীকরণ নিয়ে একটু ভেবে দেখুন, রাশিয়ার চেয়ে এক্ষেত্রে চিনের পদচারণাই বেশি৷
পশ্চিমী সমাজে দুই দেশের প্রভাব বিস্তারের সক্ষমতার তুলনা করে তিনি বলেন, ওই লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ানদের চেয়ে চিনারা অনেক বেশি এগিয়ে৷ বাজার দখলের দিক দিয়ে চিনন রাশিয়ার চেয়ে অনেক এগিয়ে আছে৷ বেজিং বাজারে ঢোকার চেষ্টায় আমেরিকান কোম্পানিগুলির ওপর প্রভাব বিস্তার করছে বলেও সাক্ষাৎকারে অভিযোগ করেন সিআইএ প্রধান পম্পেও৷
No comments: