Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সত্যিই কি চন্দ্রগ্রহণের আকাশে দেখা গিয়েছিল ভিনগ্রহীদের যান?




 সত্যিই কি চন্দ্রগ্রহণের আকাশে দেখা গিয়েছিল ভিনগ্রহীদের যান?
  চন্দ্রগ্রহণের রাতেই নাকি আকাশে দেখা মিলেছিল ভিনগ্রহীদের। এমনটাই দাবি করেছে 'UFOmania' নামে একটি ইউটিউব চ্যানেল। ভিনগ্রহীদের খোঁজ চালায় তারা।

চন্দ্রগ্রহণের দিন তারাই একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে UFOmani। ভিডিওয় দেখা যাচ্ছে, চাঁদের পাশে একটি চলমান বস্তু। 'UFOmania-এর দাবি, ওই বস্তুটি আসলে ভিনগ্রহীদের যান, পোশাকি নাম Unidentified flying object। ২৪ ঘণ্টায় ভিডিওটি দেখে ফেলেছেন ৪০ হাজারেরও বেশি মানুষ।  



১৫২ বছর পর বিরল চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল বুধবার। বিভিন্ন দেশের মানুষ চোখ রেখেছিলেন আকাশে। তবে এই ভিডিওটি বিশ্বাসযোগ্য নয় বলে অনেকের দাবি। তাঁদের যুক্তি, হয়তো চলমান বস্তুটি বোয়িং বিমান হতে পারে।  

ভিনগ্রহীদের নিয়ে বিভিন্ন সময়েই যুক্তিতর্ক হয়েছে। রয়েছে নানা কাহিনীও। ভিনগ্রহীদের অনুসন্ধানে আলাদা বিভাগ রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। তবে এখনও পর্যন্ত বিশ্বাসযোগ্য তথ্যের খোঁজ পায়নি তারা। অনেকেরই দাবি, বিশ্বের আদি সভ্যতায় যে 'ঐশ্বরিক শক্তি'র কথা বলা হয়েছে, তা আদতে ভিনগ্রহীরাই। নিজেদের দাবির পক্ষে যুক্তিও তুলে ধরেছেন তাঁরা। সেই যুক্তি খণ্ডনও করেছেন বহু জ্যোর্তিবিজ্ঞানী। তবে ভিনগ্রহীদের নিয়ে উত্সাহে ভাটা পড়েনি। হলিউডে, এমনকি বলিউডেও ভিনগ্রহীদের নিয়ে ছবি তৈরি হয়েছে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply