চীন সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এ পরীক্ষাকে চীনা মন্ত্রণালয় প্রতিরক্ষামূলক বলে দাবি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একদিন আগে চীনা ভূখণ্ডের ভেতরের ভূমি থেকে আকাশে নিক্ষোপযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তির পরীক্ষা করা হয়েছে। পরীক্ষাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কোনা দেশকে লক্ষ্য করে এই প্রযুক্তি পরীক্ষা করা হয় নি বলে বেইজিং দাবি করছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয় নি।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের ফলে চীন উদ্বিগ্ন। এছাড়া, ভারতও সম্প্রতি তার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। এ ক্ষেপণাস্ত্র চীনের গভীরে আঘাত হানতে সক্ষম বলে জানা যায়। এছাড়া, দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ নিয়ে আমেরিকার সঙ্গে চীনের দ্বন্দ্ব মারাত্মক রূপ ধারণ করেছে। ধারণা করা হচ্ছে- এসব প্রেক্ষাপটকে সামনে রেখেই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা করল চীন।#
No comments: