ঔষধি গুণে ভরা কুরচি,Kurcir Upokarita,কুরচির উপকারিতা,কুরচি, কুরচি স্থানবিশেষ কুটজ বা গিরিমল্লিকা নামেও পরিচিত। ইংরেজি নাম ইস্টার ফ্লাওয়ার। ঢাকায় বলধা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, রমনা নার্সারি, কার্জন হল প্রাঙ্গণ, শিশু একাডেমির বাগান, ধানমন্ডির কয়েকটি সড়ক এবং সদরঘাট রোডে অবস্থিত ন্যাশনাল হাসপাতালসহ আরো কয়েকটি স্থানে এ গাছ দেখা যায়। শুভ্রতা ও সুগন্ধিতে এই ফুল অনন্য।
সকল রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন ত্রিফলা খান
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
No comments: