আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি: শেখ সেলিম
তত্ত্বাবধায়ক বা কোন অনির্বাচিত সরকারের হাতে আর ক্ষমতা ছেড়ে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে স্বাধীনভাবে কাজ করবে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে সরকার কমিশনকে সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।
ফজলুল করিম সেলিম বলেন, 'যে সরকারের মৃত্যু হয়েছে, সংবিধান বলে দিয়েছে আর কোনোদিন অনির্বাচিত ব্যক্তিকে দিয়ে এদেশে সরকার হবে না। বিশ্বের যেসকল গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বাধীন থাকবে। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছি। কমিশন সরকারের কাছে যে সাহায্য চাইবে সেটাই হবে।'
No comments: