প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন সাজ্জাদুল হাসান। এর আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ এর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে যোগদানের পর কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। নতুন দায়িত্ব নিয়ে সাজ্জাদুল হাসান সবার সহযোগিতা কামনা করেন।
সাজ্জাদুল হাসান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক গণপরিষদ সদস্য মরহুম ডা. আখলাকুল হোসেন আহমেদের দ্বিতীয় ছেলে। তার মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন। ১৯৮৮ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের সিন্ডিকেট সদস্য। সাজ্জাদুল হাসান মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ দিন কাজ করেছেন।
No comments: