চাঁদপুরে বেপরোয়া গতির ইজিবাইকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো ৬ মাসের এক শিশুর। এ ঘটনার পর শোকে স্তব্ধ বাবা-মা।
দুর্ঘটনার পর ইজিবাইকের চালককে আটক করেছে পুলিশ।
সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল। সেই কোল থেকে ছিটকে পড়ে চোখের সামনেই প্রাণ গেলো মাত্র ৬ মাসের শিশু সাব্বিরের। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির বাবা-মা।
স্বজনরা জানান, সোমবার দুপুরে অসুস্থ শিশু সাব্বিরকে নিয়ে ইজিবাইকে করে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন বাবা মোস্তফা পাটোয়ারি ও মা রাশিদা বেগম।
একপর্যায়ে উত্তর আগলী এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইজিবাইকের ব্যাটারির চাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশু সাব্বির।
দুর্ঘটনার পর ইজিবাইকের চালক সোহাগ মিয়াকে আটক করেছে পুলিশ।
চালকের কানে হেডফোন থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হয়েছে অভিযোগ স্থানীয়দের।
No comments: