বে ওভালে তখন জয়ের উত্সব পালন করছেন পৃথ্বী শ, মনজোত কালরা, শুভমান গিল ও ঈশান পোড়েলরা। ভারতের অনূর্দ্ধ ১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় এই উচ্ছ্বাস দেখে একটু হেসে বললেন, এই ছেলেগুলোর জন্য খুব গর্বিত মনে হচ্ছে। ওরা দারুন চেষ্টা করেছে। দলের সাপোর্ট স্টাফদের জন্যও আমি গর্বিত। গত ১৪ মাস ধরে দলের সবাই প্রচুর পরিশ্রম করেছে। এই সাফল্যের যোগ্য ওরা। এই মুহূর্তটা দীর্ঘদিন ওদের স্মৃতিতে অমলিন থাকবে। সাপোর্ট স্টাফরা দারুণ কাজ করেছে। কোচ হিসেবে সাপোর্ট স্টাফদের সহায়তা দারুণ গুরুত্বপূর্ণ। ওরা গত ১৪ মাস অসম্ভব খেটেছে। দলের খেলোয়াড়দের জন্য সবচেয়ে যেটা ভালো হয় আমরা তা করার চেষ্টা করেছি। আর তার সুফল পাওয়া গেল মাঠে।
ফাইনালে অস্ট্রেলিয়াকে কার্যত একপেশেভাবে হারিয়েছে দ্রাবিড়ের দল। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারতের অনূর্দ্ধ ১৯ দল। জয়ের পর অধিনায়ক পৃথ্বী বলেছেন, এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। খুব গর্বিত আমরা। কৃতিত্ব দিতে হবে সাপোর্ট স্টাফদের।গত দু বছর ধরে তাঁরা আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন। আর একজন, রাহুল স্যর। তিনি নিজেই একজন কিংবদন্তী। ম্যান অফ দ্য টুর্নামেন্ট শুভমান গিলও বললেন, আমাদের সৌভাগ্য যে, রাহুল স্যরকে কোচ হিসেবে পেয়েছি। তিনি আমাকে নিজের খেলা খেলতে ও টিকে থাকার পরামর্শ দিয়েছেন।
ফাইনালে অস্ট্রেলিয়াকে কার্যত একপেশেভাবে হারিয়েছে দ্রাবিড়ের দল। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারতের অনূর্দ্ধ ১৯ দল। জয়ের পর অধিনায়ক পৃথ্বী বলেছেন, এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। খুব গর্বিত আমরা। কৃতিত্ব দিতে হবে সাপোর্ট স্টাফদের।গত দু বছর ধরে তাঁরা আমাদের সব দিক থেকে সাহায্য করেছেন। আর একজন, রাহুল স্যর। তিনি নিজেই একজন কিংবদন্তী। ম্যান অফ দ্য টুর্নামেন্ট শুভমান গিলও বললেন, আমাদের সৌভাগ্য যে, রাহুল স্যরকে কোচ হিসেবে পেয়েছি। তিনি আমাকে নিজের খেলা খেলতে ও টিকে থাকার পরামর্শ দিয়েছেন।
অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত
দুই দলই দুর্দান্ত পারফরম করে ফাইনালে উঠেছিল। বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা ছিল, শিরোপা নির্ধারণী ম্যাচে হবে হাড্ডাহাড্ডি লড়াই। তবে আশায় গুড়েবালি। ফাইনালের লড়াইকে একপেশে বানিয়ে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
শনিবার মাউন্ট মাউঙ্গানুইয়ে টস জিতে আগে ব্যাট করে ভারতকে ২১৭ রানের টার্গেট দেয়অস্ট্রেলিয়া। জবাবেমানজৎ কালরার দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে জয়োল্লাসে মাতে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। এ নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ক্রিকেটের পরাশক্তিধর দেশটি।
No comments: