মিশরের সেনাবাহিনীর অভিযানে খতম ১৬ জঙ্গি
কায়রো: মিশরের সেনাবাহিনীর অভিযানে নিহত হল ১৬ জন জঙ্গি। সে দেশের অশান্ত উত্তর সিনাই প্রদেশে ওই অভিযান চালানো হয়।
সেনা সূত্রে জানা গিয়েছে, অভিযানে ৬৬টি জঙ্গিঘাঁটি, অস্ত্রাগার, জঙ্গিদের ব্যবহৃত ১১টি গাড়ি এবং ৩১টি বেআইনি মোটরবাইক ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযানে ৩০ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারও করা হয়েছে।
মূলত, দেশের সীমান্ত জেলাগুলিতে নিরাপত্তা জোরদার করতেই এই অভিযান শুরু করেছে মিশরের সেনা। গত শুক্রবার পুলিস এবং সেনা জানিয়েছিল, ‘অপারেশন সিনাই ২০১৮’ সফল করতে তারা সজাগ থাকবে। ২০১১ সালের জানুয়ারির বিপ্লবের পর থেকে একের পর এক সন্ত্রাসবাদী হামলা দেখেছে সিনাই প্রদেশ। মূলত, পুলিস ও সেনার আধিকারিকদেরই টার্গেট করত জঙ্গিরা। তাই এই অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে কোমর বেঁধে নেমেছে সেনাবাহিনী।
No comments: