সিরিয়ায় সামরিক ঘাঁটির পরিকল্পনা আমেরিকার
দামাস্কাস: সিরিয়ায় স্থায়ীভাবে একটি সামরিক ঘাঁটি করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশে রাসায়নিক অস্ত্র রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের অভিমত৷ সেই কারণেই, তাদের তরফে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ যদিও সিরিয়ার সঙ্কট শুরু হতেই আন্তর্জাতিক নজরদারিতে সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়। গোটা ঘটনাটিতে মার্কিন ও রাশিয়ার বিশেষজ্ঞরা জড়িত ছিল বলে অনুমান করা হয়।
তার পরও কেন সিরিয়ায় রাসায়নিক অস্ত্র থাকার কথা তুলে ট্রাম্পের দেশ সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি করতে চাইছে, সেই প্রশ্নই এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে৷ সেই প্রশ্নের যথার্থ উত্তর অবশ্য পাওয়া যায়নি মার্কিন প্রশাসনের তরফে৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, সিরিয়ায় হামলার সম্ভাবনা খুবই রয়েছে।
তবে মার্কিন প্রশাসনের শীর্ষকর্তারা জানিয়েছেন, সিরিয়া সম্ভবত নতুন ধরনের রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কথা ভেবেছেন। তাই নতুন করে সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছে। তাঁদের মতে, সিরিয়ায় হামলা চালানোর জন্য এই অভিযোগ নেহাত তুচ্ছ।
No comments: