Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইসরাইলি হুমকির মুখে বৈঠকে বসছেন লেবাননের নেতারা





ইসরাইলি হুমকির মুখে বৈঠকে বসছেন লেবাননের নেতারা
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি (বামে) ও প্রেসিডেন্ট মিশেল আউন

ভূমধ্যসাগরে তেল ও গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মারাত্মক টানাপড়েন এবং তেল আবিবের হুমকি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করার জন্য লেবাননের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন।


মঙ্গলবার দুপুরে প্রেসিডেন্ট মিশলে আউন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি ও সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করবেন। বাবদা প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠেয় এ বৈঠকে লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতা জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করা হবে। মিশেল আউনের প্রতিষ্ঠিত দল ফ্রি পেট্রিয়টিক মুভমেন্ট ও নাবিহ বেরির নেতত্বাধীন আমাল মুভমেন্টের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছে। ফ্রি পেট্রিয়টিক দলের নেতা ও পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল স্পিকার নাবিহ বেরিকে ‘গুণ্ডা’ বলেছেন -এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর লেবাননে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবারের বৈঠকে বিষয়টি নিয়ে একটি সূরাহা হবে।

তবে আসন্ন এ বৈঠকে ইসরাইলের হুমকির বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া, ইহুদিবাদী ইসরাইল লেবানন সীমান্তজুড়ে দেয়াল তৈরির যে পরিকল্পনা নিয়েছে তা নিয়েও আলোচনা হবে।


ভূমধ্যসাগরে লেবাননের ১০টি গ্যাসক্ষেত্র
গত বছর ভূমধ্যসাগরে লেবানন তার ১০টি গ্যাসব্লকের দু টির উন্নয়নের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে। ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী সাদ হারিরির সরকার তিনটি আন্তর্জাতিক কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে ব্লক-৪ ও ব্লক-৯ উন্নয়নের দায়িত্ব দেয়।

লেবাননের এ পদক্ষেপের বিরুদ্ধে গত সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল উসকানিমূলক বক্তব্য দিলে তেলআবিব ও বৈরুতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। লেবাননের ব্লক-৯ গ্যাসক্ষেত্রের ওপর মালিকানা দাবি করে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, ব্লক-৯ ইসরাইলি ভূখণ্ডের অংশ এবং এ বিষয়ে লেবাননের টেন্ডার আহ্বান করা ‘উসকানিমূলক’ পদক্ষেপ।


ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
লিবারম্যানের এ দাবির প্রতিক্রিয়ায় লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব সাররাফ বলেছেন, নিজের জল, স্থল ও আকাশসীমার ওপর পূর্ণ কর্তৃত্ব রয়েছে লেবানন সরকারের। তিনি রোববার লেবানন-ইসরাইল সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম শুক্রবার বলেছিলেন, লেবানন এখন আর কারো জন্য ‘সহজ গ্রাস’ নয় যে, যখন খুশি গিলে ফেলবে।  তিনি বলেন, লিবারম্যানের বক্তব্যের জবাব শক্তির ভাষায় দেয়া হবে; কারণ, এই ভাষা উপলব্ধি করা ইসরাইলের জন্য সহজ।

এ ছাড়া, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ইসরাইলি যুদ্ধমন্ত্রীর বক্তব্যকে ‘প্রত্যাখ্যাত’ এবং প্রেসিডেন্ট মিশেল আউন একে ‘হুমকিমূলক’ বলে মন্তব্য করেছেন।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply