পোর্ট এলিজাবেথ টস হেরে ব্যাটিং করছে কোহলি অ্যান্ড কোং
পোর্ট এলিজাবেথ: সেন্ট জর্জেস পার্কে টস হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত৷আগের ম্যাচের দল অপরিবর্তি রেখেছে৷ তবে দলে একটি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা৷আহত ক্রিস মরিসের পরিবর্তে দলে এসেছেন শামসি৷
সিরিজের প্রথম তিনটি ম্যাচে হারলেও ওয়ান্ডারার্সে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা৷ সেই সঙ্গে সিরিজ ড্রয়ের সুযোগ প্রোটিয়াবিহানীর সামনে৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাসের হাতছানি বিরাটদের সামনে৷ মঙ্গলবার পোর্ট এলিজাবেথে জিতলেই প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টিম ইন্ডিয়া৷ সেই সঙ্গে ইতিহাস গড়বেন বিরাট কোহলি৷ প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতবেন কোহলি৷
কেপ টাউন ও সেঞ্চুরিয়নে প্রথম দু’টি হারলেও জো’বার্গে তৃতীয় টেস্ট জিতে জয়ে ফেরে টিম কোহলি৷ ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে ভারত৷ প্রথমবার সিরিজ জয়ের হাতছানি বিরাটদের সামনে৷ কিন্তু জো’বার্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় তুলে নিয়ে আপাতত লড়াইয়ে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা৷
পোর্ট এলিজাবেছে টস জিতলেও ভারতে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক মার্করাম৷ টস জিতলে তিনিও প্রথম ফিল্ডিং করতেন বলে জানান ভারত অধিনায়ক৷ ক্যাপ্টেন কোহলি বলেন, ‘আমরা প্রথম বোলিং করতে চাইতাম৷ অল্প রানে বেঁধে রেখে রান তাড়া করে জয় পাওয়টা সহজ৷ তবে এখানের পিচ ও পরিবেশ অনেকটা ডারবানের মতো৷ ভালো ব্যাটিং পিচ৷ তবে পরের দিকে ব্যাটিং করা খুব একটা সহজ বলে মনে হয় না৷ আমাদের রিস্ট স্পিনাররা যে কোনও পরিস্থিতিতে বোলিং করতে পারে৷ তবে আমাদের শুরুটা ভালো হওয়া দরকার৷
No comments: