পোর্ট এলিজাবেথ উইন্ডি সিটি-তে ভারত থামল ২৭৪ রানে
পোর্ট এলিজাবেথ: ফ্রেন্ডলি সিটি অর্থাৎ বন্ধুত্বের শহরে জোড়া রান-আউটের অভিযোগ পিছনে ফেলে এবং নিশ্চিত জীবন দান পেয়ে ওয়ান ডে কেরিয়ারে সপ্তদশ সেঞ্চুরি করলেন ‘হিট-ম্যান’৷কিন্তু ভারত তিনশোর গণ্ডি ছুঁতে পারল না৷সাত উইকেটে ২৭৪ রানে থেমে গেল ভারতীয় ইনিংস৷শুরুটা ভালো হলেও জোড়া রান-আউটে মেরুদণ্ড ভেঙে যায় টিম ইন্ডিয়ার মিডল-অর্ডারের৷সেখান থেকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি টিম কোহলি৷
আরও পড়ুন: বন্ধুত্বের শহরে বেমিসাল ‘হিট-ম্যান’
কেপ টাউনের ৭৭০ কিলোমিটার পূর্বে দক্ষিণ আফ্রিকার বন্দর শহর পোর্ট এলিজাবেথ৷যার ডাক নাম ‘ফ্রেন্ডলি সিটি’ অথবা ‘দ্য উইন্ডি সিটি’৷কিন্তু এই বন্ধুত্বের শহরে সতীর্থদের রান-আউটের জন্য দায়ী হলেন টিম ইন্ডিয়ার ‘হিট-ম্যান’৷ প্রথমে ক্যাপ্টেন কোহলি এবং তার কিছুক্ষণ পরেই অজিঙ্কা রাহানে৷ক্রিজে জমে যাওয়ার পরও ব্যক্তিগত ৩৬ রানে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন স্বপ্নের ফর্মে থাকা কোহলি৷এর ছ’ ওভার পরেই একই ঘটনা রাহানের (৮) সঙ্গে৷উলটো দিকে সেই রোহিত৷নিজের ‘কল’-এ বিরাট এবং রাহানে এগিয়ে গেলেও ফেরত পাঠান রোহিত৷কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়৷প্রথম কোহলি এবং পরে একইভাবে রান-আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহানে৷দু’জনের রান-আউটে কিছুটা হলেও দোষী রোহিত৷
তৃতীয় ওয়ান ডে-তে নিউল্যান্ডসে অনেকটা একইভাবে শিখর ধাওয়ানের রান-আউটের পিছনে দোষ ছিল ক্যাপ্টেন কোহলির৷কিন্তু ধাওয়ান রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও একার কাঁধে ইনিংসের দায়িত্ব নিয়েছিলেন বিরাট৷শেষ পর্যন্ত ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করেছিলেন কোহলি৷কিন্তু এদিন রোহিত জোড়া রান-আউটের দায় কাঁধে নিয়ে সেঞ্চুরি করলেও কোহলি হয়ে উঠতে পারলেন না৷ব্যক্তিগত ১১৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত৷১২৬ বলের ইনিংসে চারটি ওভার বাউন্ডারি এবং ১১টি বাউন্ডারি মারেন টিম ইন্ডিয়ার ডান হাতি ওপেনার৷
বাকিরা কেউ পঞ্চাশের গণ্ডি ছুঁতে পারেননি৷ দ্বিতীয় সর্বোচ্চ ক্যাপ্টেন কোহলির ৩৬৷ওপেনিং জুটিতে ৪৮ রান যোগ করে ধাওয়ান (৩৪) প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় উইকেটে রোহিত-কোহলির সেঞ্চুরি (১০৩) পার্টনারশিপে বড় রানের ভিত গড়ে ভারত৷কিন্তু মিডল-অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ায় তিনশোর কাছাকাছিও পৌঁছতে পারেনি বিরাটবাহিনী৷প্রোটিয়াদের সফলতম বোলার লুঙ্গি এনগিদি৷৯ ওভার হাত ঘুরিয়ে ৫১ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন প্রোটিয়া পেসার৷
ওয়ান ডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে স্বপ্নের শুরু করেছিল টিম কোহলি৷আফ্রিকান সাফারিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি বিরাটদের সামনে৷কিন্তু জো’বার্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় তুলে নিয়ে আপাতত লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা৷এদিন জিতলে ছ’ ম্যাচের সিরিজ ২-৩ করে ফেলবে প্রোটিয়াবাহিনী৷ সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতে সিরিজ জয় আরও কঠিন হবে বিরাটদের৷
পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম৷ এদিন জিতলেই প্রোটিয়াবাহিনীর বিরুদ্ধে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টিম ইন্ডিয়া৷ সেই সঙ্গে ইতিহাস গড়বেন বিরাট কোহলি৷ প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতবেন কোহলি৷
No comments: