প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার
ডারবান: টেস্ট সিরিজ অতীত। আজ থেকে শুরু একদিনের সিরিজের লড়াই। ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে হেরে গেলেও, তৃতীয় টেস্ট জিতে উজ্জীবিত ভারতীয় দল। বিরাট কোহলিরা এবার একদিনের সিরিজ জেতার জন্য মরিয়া।
ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহল।
দক্ষিণ আফ্রিকা দল- কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ দু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, মর্নি মর্কেল ও ইমরান তাহির।
No comments: